শৈশব সবে মাত্র শেষ হলো;
সে আর ফিরে পাবার কোনোরূপ সম্ভাবনা নেই
কিন্তু অকস্মাৎ কিরকম যেন নক্ষত্রের মতো উজ্জ্বল হয়ে; চেতনায় প্রতীয়মান হয়েছে কত কথা।
শুধুমাত্র এই শীতেই তো কত উপলব্ধি, কত হিসেবনিকেশ !
কত ভাবনা, কত ব্যর্থতা, কত স্বপ্ন, কত আশা,
কত পাওয়া না পাওয়া, কিছু ব্যক্ত-অব্যক্ত কথা, কিছু ছোট বড় সাফল্য, অপেক্ষা, ভালোবাসা, মমতা, মায়া আর অনেকটা প্রশান্তি।
সব কিছু মিলে একটা জটিল সমীকরণ বলাই যায়, সেই সমীকরণে আমি এক অজানা চলক, আমি ধ্রবকও বটে কারো কারো কাছে; যেমন পরিবার, পরিজন আর খুব কাছের মানুষের কাছে।
ঠিক অংকের ইন্টিগ্রেশন, বাংলায় যাকে সমাকলন বলে; এর মত সবটাকে জোরবার এই যা আমার ক্ষুদ্র প্রচেষ্টা। মানুষ কত কিছুই না ভাবে, কতো কিছুই না চায় ।
কিন্তু সবাই সবকিছুর মন্দ, ভালো, পূর্ণতা, শূন্যতা একসাথে নিয়ে চলতে পারে না বা চায় না।
অথচ শুধুমাত্র নিজের মনকে সব কিছুতে ভালো খুঁজতে, অল্পেই সন্তুষ্ট হতে, শুভ্র চিন্তা করতে, পাপ থেকে দূরে থাকতে আর অভিযোগ না করে সব ঠিকঠাক করতে শেখাতে পারলেই; জীবনের সমীকরণটা হয়তো অনেকটা সহজ হতো ।
লেখাঃ খন্দকার লাইবা হক